হ্যালো বাংলাদেশ ডেস্কঃদেশব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ও আওয়ামী লীগসহ এর সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রত্যেক নেতা-কর্মীকে অন্তত তিনটি করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দেশবাসীকেও অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের নিজস্ব অর্থায়নে ১৬ জুন রোজ মঙ্গলবার থেকে তিন মাস প্রতি সপ্তাহে ১ দিন করে বিনামূল্যে বৃক্ষ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুর রহমান (সাইদুর)
সাধারণ সম্পাদক
মোঃ জুয়েল (রানা)
এই প্রতিবেদক এর সাথে একান্ত সাক্ষাৎকারে রাজিবপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা জানান রাজিবপুর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মাটি ও মানুষের নেতা জনাব মোঃ শফিউল আলমের তত্ত্বাবধায়নে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
আরও উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতি মোঃ আজিবর রহমান (মাস্টার), রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সাইদ ও
সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম (বাবু)।