অর্পিতা রানীঃস্টাফ রিপোর্টার
গতকাল ২৪ শে জুন রোজ শনিবার আরডিআরএস বাংলাদেশে কতৃক অনুষ্ঠিত হয়ে হলো কৈশোর কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা মূলক কর্মকান্ড ও উপজেলা পর্যায়ে কিশোর কিশোরীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা।রচনা এবং সংগীত প্রতিযোগিতা মাধ্যমে কিশোর কিশোরীদের সাংস্কৃতিক মনোভাব জাগ্রত করার মধ্যে দিয়ে এবং সবশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মশালা সম্পূর্ণ করেন তারা। প্রায় ১০০ জন উপজেলা পর্যায়ে কিশোর কিশোরী রচনা ও সংগীত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিচারক প্যানেল এর সাহায্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয়ী কিশোর কিশোরী নির্বাচন করে সম্মাননা পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনীল কুমার সূত্রধর সহকারী অধ্যাপক আদিতমারী সরকারি কলেজ,মোঃ কামরুল ইসলাম কাজল অধ্যক্ষ কুমড়ীরহাট স্কুল এ্যান্ড কলেজ,নজরুল ইসলাম মৃধা সহকারী প্রধান শিক্ষক হরিদাস উচ্চ বিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের রোজিনা বেগম রিজিওনাল ম্যানেজার, আরডিআরএস লালমনিরহাট এম এ রাশেদ এরিয়া ম্যানেজার, আরডিআরএস আদিতমারী শামীমা আক্তার সুমি, উপজেলা প্রোগ্রাম অফিসার আরডিআরএস আদিতমারী এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত যুব সংগঠক মোঃ জামাল হোসেন সহ অন্যান্য সকল যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।সামাজিক ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমের আওতায় সামাজিক সচেতনতা ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন হইতে ৩ জন করে মোট ২৪ জনকে শ্রেষ্ঠ সমাজকর্মী পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। ২৪ জন কিশোর কিশোরী সেরা সমাজ কর্মী অ্যাওয়ার্ড পায় আরডিআরএস বাংলাদেশ কতৃক এবং রচনা ও সংগীতে ১২ জন কিশোর কিশোরী পুরষ্কার পায়। পুরস্কার বিতরণ শেষে অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন এবং কিশোর কিশোরীদের আহবান জানান উন্নয়নশীল সমাজকর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হতে। সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে কিশোর অপরাধ সহ মাদকাসক্তি ইত্যাদি থেকে নিজেদের বিরত থাকার উৎসাহ প্রদান করেন। সেসময় কিশোর কিশোরীদের মাঝে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যায়, তাদের মধ্যে কারো কারো সঙ্গে কথা বলে জানতে পারি" আমরা আনন্দিত এতো সুন্দর প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করায়, আমরা চাই আমাদের নিয়ে আরডিআরএস আরো ভালো ভালো কার্যক্রম পরিচালনা করুক। আমরা সবাই সেগুলোয় ওতপ্রোতভাবে অংশগ্রহণ করবো