বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ এর সঙ্গে অভয়নগর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অভয়নগর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক চৈতন্য কুমার পাল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। প্রেসক্লাবের সদস্য মিজানুর রহসান, মো. আমানুল্লাহ, মনিরুজ্জামান মিল্টন, রিপানুর ইসলাম রিপন, সৈয়দ আরাফাত হোসেন তাজ, আব্দুল হালিম, প্রিয়ব্রত ধর, মো. আমিরুল ইসলাম, কে এম আলী ও রাব্বী তরফদার। মতবিনিময় সভা চলাকালে নবাগত ইউএনও কে এম আবু নওশাদ ধৈর্য ধরে সাংবাদিকদের কথা শোনেন।এসময় তিনি সততা ও নিষ্ঠার সাথে তার কর্তব্য পালন করবেন বলে জানান এবং এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।