স্টাফ রিপোর্টারঃ-
আদিতমারী উপজেলায় পলাশী ইউনিয়ন পরিষদে অমর একুশে বইমেলা-২০২৪ অনুষ্ঠিত হলো আজ। সকালে মেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নূর-ই-আলম সিদ্দিকি সেই সাথে মেলার প্রতিটা স্টল পরিদর্শন করেন তিনি। বিপুল পরিমাণ পাঠক পাঠিকার ভিড়ে জমে ওঠে আজকের অমর একুশে বইমেলার প্রাঙ্গণ। তারা বেশিরভাগই ছিলো স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রী এবং মাদ্রাসা শিক্ষার্থী। তারা বই মেলার মধ্যে দিয়ে তাদের প্রিয় লেখক লেখিকাদের বই সংগ্রহ করেন। বিকেল তিনটে নাগাদ অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা। এসময় প্রতিযোগিদের মধ্যে থেকে বিজয়ীদের পুরষ্কার ও বই বিতরণ করা হয়। অমর একুশে বইমেলা-২০২৪ পলাশী ইউনিয়ন পরিষদে প্রাঙ্গণে লালমনিরহাট জেলার কবি ও লেখক অর্পিতা দেব এর প্রথম প্রকশিত অনবদ্য কাব্যগ্রন্থ "বর্ষায় বসন্তের ফুল " দেখতে পাওয়া যায়।সেই সাথে লেখকের উপস্থিতি পাঠকদের আরো বেশি আকৃষ্ট করে।
প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ শুরুতেই সবার মন জয় করে নিবেন এটা কখনোই ধারণা করেননি লেখক। তিনি পাঠকদের উদ্দেশ্যে বক্তব্য কালে পাঠকদের তার স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনান। ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা স্মরনে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই ২১ শে ফেব্রুয়ারি যেনো বর্ষায় বসন্তের ফুলের মতোই এক দূলর্ভ বিষয় পৃথিবীর মানুষের কাছে।