আট দলের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে চার দল। সেরা ১২ দল নিয়ে আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব।
প্রথম রাউন্ড এবার যতই জমজমাট লড়াই উপহার দিক না কেন, সুপার টুয়েলভে মিলবে বিশ্বকাপের আসল আমেজ।
প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার মুখোমুখি নিউজিল্যান্ড।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তাসমান সাগর পারের দুই প্রতিবেশির এই জমজমাট লড়াইটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর একটায়।
শক্তির বিচারে দুদল প্রায় সমকক্ষ হলেও অতীত রেকর্ডের কারণে বড় গলায় প্রতিশোধের হুংকার দিতে পারছে না নিউজিল্যান্ড।
ক্রিকেটের খুদে ফরম্যাটে পরিসংখ্যানে এগিয়ে অসিরা।
এখন পর্যন্ত এই ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে মোট ১৫ বার। অস্ট্রেলিয়ার ১০ জয়ের বিপরীতে কিউইদের জয় ৫টি।
গত বছর নভেম্বরে দুবাইয়ে নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়ে নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। এবার শুরুতেই মুখোমুখি দুই পড়শি।
২০১১ সালের পর কোনো সংস্করণেই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি কিউইরা।
আঙুলের চোট না সারায় আজ অলরাউন্ডার ড্যারিল মিচেলকে পাচ্ছে না নিউজিল্যান্ড। ট্রান্স-তাসমান লড়াইয়ে ছক্কা বৃষ্টিতে সিক্ত হতে অস্ট্রেলিয়াার টিম ডেভিড ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসের দিকে তাকিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা।
ইতোমধে টস অনুষ্ঠিত হয়েছে। টসভাগ্য গেছে অস্ট্রেলিয়া দলের পক্ষে।
টসে জিতে ফিল্ডিং নিয়েছে অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লুকি ফার্গুসন।