নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট মো. রাসেদ উদ্দিন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে । মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অ্যাডভোকেট মো. রাসেদ উদ্দিন মানবাধিকার সংস্থা সিপিআরএস- এর চেয়ারম্যান এবং জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক । জানা যায় অ্যাডভোকেট মো. রাসেদ উদ্দিন ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন । পেশায় আইনজীবী হলেও রাজনীতির পাশাপাশি মিডিয়া জগতে রয়েছে তার সরব পদচারণা । তিনি মানবাধিকার সংস্থা সিপিআরএস- এর মাধ্যমে সমাজে অধিকার বঞ্চিত ও অবহেলিত মানুষের ভাগ্যন্নোয়নে নিরলস কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে ।