ওবায়দুর রহমান এডভোকেট,
চেম্বার নং-৫৪০২,
বার হল নং-৫ জজ কোর্ট, সিলেট।
মোবাইল:( ০১৭১৮-০৯০৩৯৯)
এতদ্বারা সর্ব সাধারনের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আমার মোয়াক্কেল মোঃ সেলিম উদ্দিন, পিতা- মোঃ আখলুছ মিয়া, সাং-হাসনাবাদ, ডাকঘর-কালারুকা, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ নিম্ন তপশীল বর্ণিত ভূমির মালিক ও স্বত্বাধিকারী ১। আলহাজ্ব আশরাফুর রহমান চৌধুরী, পিতা- আলহাজ্ব আজিজুর রহমান চৌধুরী, সাং- গোবিন্দনগর, থানা-ছাতক, জেলা-সিলেট মালিক ও দখলকার থাকিয়া ভোগাধিকার করিয়া আসা অবস্থায় তাহার নিজ প্রয়োজনে বিক্রয় করিতে চাহিলে আমার মোয়াক্কেল তপশীল বর্ণিত ভূমি ক্রয় করার নিমিত্তে বায়নামা চুক্তিতে আবদ্ধ হইয়াছেন। অত্র নোটিশ প্রকাশের ৭ (সাত) দিনের মধ্যে নিম্ন তপশীল বর্ণিত ভূমি সংক্রান্তে কোন সরকারী, বেসরকারী, স্বায়িত্ব শায়িত প্রতিষ্ঠান কিংবা কাহারো কোন প্রকার দাবী দাওয়া কিংবা আপত্তি থাকিলে নিম্ন স্বাক্ষরকারীর সহিত যোগাযোগ করিয়া লিখিত ভাবে পেশ করার জন্য অনুরোধ করা যাইতেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আপত্তি দাখিল করা না হইলে পরে সর্বোতভাবে তাহা অগ্রাহ্য হইবে এবং নিম্ন তপশীল বর্ণিত ভূমি সম্পুর্ণ নির্ভেজাল ও নিষ্কণ্ঠক বলিয়া গন্য হইবে এবং কাহারোও কোন প্রকার ওজর আপত্তি নাই বলিয়া বিবেচিত হইবে ।
(তপশীল)
জেলা-সুনামগঞ্জ, উপজেলা-ছাতক, জে এল নং- সি. এস. এস. এ. – ২১৬, খতিয়ান নম্বর-সি, এস সাবেক ৩১৯, এস.এ. ৩১২, আর,এস/বি.এস. বুজারত- ৩৮৫, ডি.পি. ১৬৫, নামজারী ১৪৩৮, দাগ নম্বর সি. এস. এস.এ. ৮৩০, আর.এস/বি.এস ৫১০ দাগে মোট জমি ০২০৬ (দশমিক দুই শূণ্য ছয় একর) দোকান ভিট রকম ভূমি।
ধন্যবাদান্তেঃ
তারিখ ১৬/৭/২০২৩
01718-090399 মোঃ ওবায়দুর রহমান
জাজ কোর্ট, সিলেট।