ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতে শেষ হলো তাবলিগ জামাতের ৩ দিনের সম্মিলন লালমনিরহাট জেলা ইজতেমা।
মার্কাস মসজিদ লালমনিরহাট তাবলীগ জামায়াতের আয়োজনে কালেক্টরেট ইজতেমা মাঠ ও সংলগ্ন সড়কগুলোতে জড়ো হওয়া লাখো ধর্মপ্রাণ মুসল্লি এই মোনাজাতে অংশ নেন। দুপুর ১২ টা থেকে ৩০ মিনিট পর্যন্ত স্থায়ী এই মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াতের সুরা সদস্য কাকরাইল জামায়াতের আমির মাওলানা আলহাজ্ব মোহাম্মদ উল্যাহ ।
এ সময় অনেককে আশপাশের বাড়িতে অবস্থান ও থেমে থাকা যানবাহন এবং নিজ নিজ অবস্থান থেকে মোনাজাতে অংশ নিতে দেখা যায় বহু ধর্মপ্রাণ মুসলমানদের।
এর আগে ৯( নভেম্বর) বৃহস্পতিবার ফজর নামাজের মধ্য দিয়ে শুরু হওয়া ইজতেমায় ইসলামধর্ম ও জীবন কী-কোরআনের আলোকে আমজনতায় বয়ান করেন তাবলীগ জামায়াতের মুরব্বি ও দেশবরেণ্য পাঁচ আলেম।
শুক্রবার ১০( নভেম্বর) জুম্মা নামাজে বিপুলসংখ্যক মুসল্লী এতে অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার লালমনিরহাট এঁর দিকনির্দেশনায় ও সদর ওসি ওমর ফারুক নেতৃত্বে জেলা ইজতেমা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।