সাদ্দাম উদ্দীন রাজ রায়পুরা উপজেলা
নরসিংদী রায়পুরা উপজেলায় সাংবাদিক আব্দুল কাদিরের শুভ জন্মদিন আজ । তিনি ৮ অক্টোবর এই দিনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কালের কষ্ঠ পত্রিকায় রায়পুরা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দরে দায়িত্ব পালন করে আসছেন ।
ছাত্রজীবন থেকে তিনি সাংবাদিক পেশায় নিয়োজিত , তিনি তার সংবাদ সংগ্রহ করে তা উপস্হাপন করে পাঠকের মনজয় করে আসছে দীর্ঘদিন ধরে।তার ঘনিষ্ঠ যোগাযোগের বৃত্তে বিখ্যাত ব্যক্তিগণ।সেখানে দল মত গোষ্ঠীর কোনো নেই বাছবিচার। তবে ব্যক্তিগত সুসম্পর্ক কখনো তার সাংবাদিক সওাকে আচ্ছন্ন করে না যা উচিত বলে মনে করেন পরম বন্ধুর বিরুদ্ধে হলেও সে কথা লিখতে তার দ্বিধা নেই।
তিনি বলেন- ০৮ অক্টোবর রাত বারোটা বাজার পর থেকে আমার শ্রদ্ধেয় মিডিয়ার বড় ভাই বোন সহকর্মী আত্মীয়-স্বজন ছোট ভাই বোন প্রান প্রিয় বন্ধুরা ফ্রেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমোসহ ফোন করে বিভিন্ন মাধ্যমে যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
প্রতিটি মানুষের কাছে জন্মদিনের বার্তাটি আনন্দের আমার মতো একজন অতিক্ষুদ্র মানুষের জীবনের কাছেও তেমনই।
সৃষ্টিকর্তার মহান আল্লাহ প্রতি লাখো কোটি শুকরিয়া আমার প্রাণপ্রিয় বাবা মায়ের প্রতি সশ্রদ্ধ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কল্যণে আমি আজ পৃথিবীর আলো দেখেতে পারছি।আমি সবার কাছে দোয়া চাই।আমি অতিক্ষুদ্র মানুষটি একদিন বৃহৎ হতে পারি আমার কর্মের মাধ্যমে একজন কলম সৈনিক হিসেবে দেশের সেবা করতে পারি।