এমরান মাহমুদ প্রত্যয়,
নওগাঁ সংবাদদাতা:
“মানুষের অধিকার প্রতিষ্ঠা ও রাজনীতিতে গুনগতমান পরিবর্তন” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল প্রতিনিধি সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আত্রাই উপজেলা শাখার আয়োজনে উপজেলার দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আত্রাই উপজেলা শাখার সভাপতি মাওলানা আখতারুজ্জামান এর সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মুহাম্মাদ শহিদুল আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সিনিয়র সদস্য মাওলানা আব্দুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো.আব্দুল মুমিন,সহসভাপতি হাফেজ মাওলানা মো.আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.সোহারব আলী প্রমূখ।