এমরান মাহমুদ প্রত্যয়,নওগাঁ :
নওগাঁর আত্রাইয়ে ছায়াপথের নতুন স্কুল ছায়াপথ পথশিশু বিদ্যানিকেতন আঙিনায় পথ শিশুদের নিয়ে ইংরেজি নতুন বছর উদযাপন করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) উপজেলার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়াপথের উদ্যোগে ছিন্নমূল শিশুদের নিয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন কলোনি এলাকায় অবস্থিত ছায়াপথ পথশিশু বিদ্যানিকেতন নতুন স্কুলে কোমলমতি শিশুদের নিয়ে ইংরেজি নববর্ষ ২০২৪ উদযাপন করা হয়।
ইংরেজি নববর্ষ ১লা জানুয়ারি বই উৎসব অনুষ্ঠানে কোমলমতি শিশুরা নতুন বই পেয়ে আনন্দে মেতে উঠে এবং মুখরিত হয়ে উঠে স্কুল আঙিনা।
দুপুর কোমলমতি শিশু ও ছিন্নমূল ১০০জন অসহায় মানুষের দুপুরের খাবারের আয়োজন করেন, ছায়াপথ সংগঠন।
আয়োজনে উপস্থিত থেকে ছিন্নমূল শিশুদের সাথে আনন্দে অংশ নেন,প্রভাষক মো.মোয়াজ্জেম হোসেন মিঠু,প্রভাষক রিমন মোর্শেদ, আমানুল্লাহ ফারুক বাচ্চু সহ অনেকে।