এমরান মাহমুদ প্রত্যয়,নওগাঁ
নওগাঁর আত্রাইয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে সুতিজাল উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
শনিবার(৩ সেপ্টেম্বর)উপজেলার
সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ এর উদ্যোগে উপজেলা প্রশাসন ও আত্রাই থানা পুলিশের সহযোগিতায় উপজেলার খরসতি ও উদয়পুর স্লুইসগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর নির্দেশে এসময় ২০টি অবৈধ মাছ ধরার সরঞ্জাম (ফিক্সড গিয়ার) এবং ৫ টি অবৈধ খরা জাল বিনষ্ট করা হয়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা আরো জানান উপজেলার স্লুইসগেট সহ যতো জায়গায় অবৈধ সুতিজাল আছে প্রত্যেক স্থান এবং ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।