আব্দুল জব্বার,আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমের তত্ত্বাবধানে হতদরিদ্রদের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
সরকারের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে (২০২৩-২৪ অর্থবছরে) এডিপির সাধারণ বরাদ্দের অর্থে উপজেলা পরিষদের বাস্তবায়নে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী)বেলা ১১ টায় উপজেলার পরিষদ চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠান ও হতদরিদ্র মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো.এবাদুর রহমান,জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা ভূমি কর্মকর্তা অঞ্জন কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো.হাফিজুল প্রমুখ।