নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজার ব্রিজ সংলগ্ন মর্মান্তিক এক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নওগাঁ অভিমুখ থেকে আসা একটি বড় ট্রাক আত্রাই নদীর উপর নির্মিত বায়তুল্লাহ সেতুর দক্ষিণ পাশে বান্দাইখাড়া বাজার সংলগ্ন বধ্যভূমির তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এলাকার স্থানীয়রা জানান,নওগাঁ অভিমুখ থেকে আসা একটি সিমেন্ট বোঝায় বড় ট্রাক ব্রীজ পার হয়ে রাজশাহী ভবাণীগঞ্জ সড়কে হঠাৎ ব্রেক ফেল করে যাত্রী ছাওনির মধ্যে ঢুকে পড়ে ছাওনিতে যাত্রী না থাকায় ছাওনির ভেতরে থাকা দুটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার উপর দিয়ে ওয়ালে ধাক্কা খেয়ে ট্রাক ডাইভার ভেতরে আটকা পারে। অনেক চেষ্টার পর ডাইভারকে ট্রাক থেকে বের করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর পরে তিনি মারা যান।জানা যায় তাঁর বাড়ী নাটোর জেলায়।
অনেকের অভিমত,প্রতিনিয়ত এই দূর্ঘটনা হওয়ার কারনে সাধারণ জণগন একটা আতঙ্ক নিয়ে রাস্তা চলা চল করতে হচ্ছে।ব্রিজের উপর অটোভ্যান গাড়ি ষ্ট্যান্ড এবং ব্রিজের মুখে অটো সি এন জি ষ্ট্যান্ড এর অন্যতম কারন।
এমন দুর্ঘটনা কাম্য নয় বধ্যভুমির মত স্থানে এমন দুর্ঘটনা সত্যিই অপ্রীতিকর।আমরা এর প্রতিকার চাই।