এমরান মাহমুদ প্রত্যয়,নওগাঁ
নওগাঁর আত্রাইয়ে গভীর অগভীর ও এল এল পি বিদ্যুৎ চালিত সেচ পাম্প ঐক্য পরিষদের ইউনিয়ন কমিটির সমন্বয়ে উপজেলা কমিটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৯ অক্টোবর) সকাল ১০ টায় সেভেন স্টার মলের নীচ তলায় মো.মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে মো.এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সবার সিদ্ধান্ত অনুযায়ী কমিটির মেয়াদ ৩ বছর নির্ধারণ করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নব নির্বাচিত
সভাপতির বক্তব্যে মো.মোফাজ্জল হোসেন বলেন,কৃষি কাজের প্রথম ধাপ সেচ প্রকল্প। কৃষি প্রধান আমাদের এই সোনার বাংলাদেশ। কৃষক ও কৃষি কাজে উপর বাংলাদেশর সেচ ব্যবস্থা নির্ভরশীল। ইউনিয়ন থেকে উপজেলার সকল মাঠে গভীর অগভীর সেচ পাম্প দিয়ে বর্তমানে পরিচালনা করা হয় সেচ পদ্ধতি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জমির পরিমান ভেদে সেচ প্রকল্পের আওতায় যে চার্জ গঠন করে দিয়েছে তা সমন্বয়ে কৃষকের সুবিধা হলেও সেচ পাম্পের মালিকদের সেচ পাম্প চালাতে লোকসানের মধ্যে পড়তে হচ্ছে। গভীর অগভীর ও এল এল পি বিদ্যুৎ চালিত সেচ পাম্প ঐক্য পরিষদের ইউনিয়ন কমিটির সমন্বয়ে উপজেলা কমিটি গঠন করে সকল সমস্যার সমাধান করতে হবে।
গভীর অগভীর ও এল এল পি বিদ্যুৎ চালিত সেচ পাম্প ঐক্য পরিষদের ইউনিয়ন কমিটির সমন্বয়ে উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো.মোফাজ্জল হোসেন সাধারণত সম্পাদক মো. ইয়াকুব আলী।
সংগঠনে আরো নির্বাচিত হয়েছেন-সিনিয়র সভাপতি মো.সহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক - মো.পারভেজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক -মো.এনামুল হক,প্রচার সম্পাদক -মো.আতিকুর রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তাল মাহমুদ, মো.খয়বর হোসেন, মো.সাইদুর রহমান,মো.সুমন খামারু প্রমুখ।