দিনাজপুর প্রতিনিধি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারক, দিনাজপুরের কৃতি সন্তান এম, ইনায়েতুর রহিম বলেছেন বর্তমান সরকার আদালতে আসা বিচারপ্রার্থীদের সুবিধার জন্য সারাদেশে বিশ্রামাগার হিসেবে ‘ন্যায় কুঞ্জ’ নির্মাণ করে প্রমাণ করেছে এই সরকার জনগনের সরকার।
৩ জুন শনিবার দিনাজপুর আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোঃ যাবিদ হোসেন, জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোঃ শরিফ উদ্দীন আহম্মেদ জেলা প্রশাসকের পক্ষে এডিএম আনিচুর রহমান, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মাসুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ তৌহিদুল হক সরকার, সাধারণ সম্পাদক আ.ন.ম হাবিবুল্লাহ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোঃ মোর্শারফ হোসেন। প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারক এম ইনায়ের রহিম ‘ন্যায় কুঞ্জ’র ভিত্তিপ্রস্ত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও দোয়া-খায়ের অনুষ্ঠানে অংশগ্রহন করে। এছাড়া আদালত চত্বরে ফলজ বৃক্ষে চারা রোপন করেন। ‘ন্যায় কুঞ্জ’র বিষয় গনপূত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল আল মামুন তার বক্তব্যে বলেন, একান্ন লক্ষ টাকা ব্যায় ‘ন্যায় কুঞ্জু’ হবে ১ হাজার বর্গফুটে। এখানে বিচারপ্রার্থীদের জন্য থাকবে ব্রেস্ট ফিটিং কর্ণার, টয়লেট, ওয়াশরুম, হালকা খাবার বিক্রয়ের দোকান এবং ৫৬ জনের উপড়ে বসার জায়গা থাকবে বিচারপ্রার্থীদের। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী জজ মোছাঃ শামসুন নাহার।