ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাট জেলার আদিতমারী থানার পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত দুইজন আসামি গ্রেফতার করেছে।
শুক্রবার (৭জুলাই) আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এঁর নির্দেশে এসআই মোঃ হামিদুল / এএসআই তপন কুমার, এএসআই জোবায়ের হোসেন/ ও সঙ্গীয় সোর্স আদিতমারী থানার বিশেষ অভিযানে জি আর নং ৬০/২১(এ) এর পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করেন বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদের মধ্যে আসামি ১। মোঃ আনোয়ার হোসেন (২৮) পিতাঃ মোঃ বিল্লাল হোসেন, সাং চন্দনপাট (ময়নার চওড়া) সিআর ৪০৪/২৩ এর পরোয়ানাভুক্ত। আসামি ২। মোঃ তোতা মিয়া, পিতাঃ মোঃ বাদশা মিয়া, সাং বালাপুকুর ১নং ওয়ার্ড সাপ্টীবাড়ী উভয়ের সাং আদিতমারী থানা আদিতমারী জেলা লালমনিরহাট।