অর্পিতা দেব স্টাফ রিপোর্টারঃ
আজ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় কাছারী পাড়াতে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করে ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাউ -২ প্রকল্পের গ্রুপ ০১ এর টিম লিডার অর্পিতা দেব ও শিব সুন্দর বর্মন। রাইট হিয়ার রাইট নাউ প্রকল্পটি মানুষের অধিকার এবং পাশাপাশি যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে। ২০২১ সালে এই প্রকল্পের দ্বিতীয় কার্যক্রম শুরু হয়। ১০০ জন তরুণ- তরুণী এবং যুবক- যুবতীদের নিয়ে লালমনিরহাট সদর উপজেলায় ব্র্যাক এই প্রকল্পটি বাস্তবায়ন করে যাচ্ছে। সমাজ কে সচেতন করে সুন্দর সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখছে ব্র্যাকের এই সেচ্ছাসেবী দল গুলো। যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয় আলোচনা, এছাড়া প্রত্যেক নারী-পুরুষের অধিকার সম্পর্কে তারা সমাজ কে সুস্পষ্ট তথ্য প্রদানের কাজ করে যাচ্ছে। কাছারী পাড়াতে আজ উঠান বৈঠক এর মধ্যেমে তারা গ্রামের মানুষদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে অবগত করে। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাউ-২ প্রকল্পের টিম লিডার অর্পিতা দেব ও শিব সুন্দর বর্মন, একজন ইয়ুথ সদস্য জামাল হোসেন। এসময় উপস্থিত সকল গ্রামের তরুণী ও মহিলাদের মাঝে মাসিক নিয়ে আলোচলা করেন অর্পিতা দেব যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে অবগত করেন তাদের। মাসিক চলাকালীন সময়ের গুরুত্বপূর্ণ দিক গুলো তুলে ধরেন শিব সুন্দর বর্মন এবং খারাপ স্পর্শ ভালো স্পর্শ সম্পর্কে অবগত করেন সকল কে। বাল্যবিবাহ ও বাল্যবিয়ের খারাপ দিক গুলো তুলে ধরেন মোঃ জামাল হোসেন। বাল্যবিবাহ প্রতিরোধে কি কি করনীয় সেগুলে সম্পর্কে আলোচনা করেন তিনি। তারা উঠান বৈঠকটি সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত করার পর স্যানিটারি ন্যাপকিন বিতরণ এর মধ্যে দিয়ে উঠান বৈঠক এর পরিসমাপ্তি ঘটান। টিম লিডার অর্পিতা দেব মনে করেন, সুস্থ্য সুন্দর সমাজ ব্যবস্থায় সচেতনতার বিকল্প কিছু নেই। যেই জাতি যতো সচেতন সেই জাতি ততটাই উন্নত।নারী-পুরুষ উভয়ের মাঝে সচেতনতাই পারে সমাজ কে পরিবর্তন করতে।