অর্পিতা দেব লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় অবস্থিত মহিষখোঁচা ইউনিয়ন । গ্রীষ্মের খড়তাপে জল শুকিয়ে ভেসে উঠে চড়, বর্ষায় পুরো এলাকা ডুবে একাকার যদিওবা শীতকাল টা একটু নিস্তার পায় এলাকাবাসী।কিন্তু এলাকার অধিকাংশ জনগন অতি দরিদ্র হওয়ায় অভাব যেনো পিছু ছাড়ে না তাদের। বর্ষায় ঘর বাড়ি ডুবে দেখা দেয় বাসস্থান এবং খাদ্যের অভাব এদিকে শীত এলে এলাকার মানুষের শীত নিবারক বস্ত্র নিয়ে অভাব বোধ লেগেই রয়েছে।মাঘের এই প্রচন্ড শীতে নারীদের শারীরিক সুরক্ষার কথা মাথায় রেখে ব্র্যাক রাইট হিয়ার রাইট নাউ-২ প্রকল্পের গ্রুপ ১ এর দলনেতা অর্পিতা দেব ও দলনেতা শিব সুন্দর বর্মন দ্বারা পরিচালিত হয় আজকের স্যানিটারি ন্যাপকিন বিতরণ কার্যক্রম। উঠান বৈঠক এর মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করে তারা এসময় গ্রুপের একজন সদস্য সহ তারা মহিষখোচা ইউনিয়ন এর নারীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করে এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে আলোচনা করেন। তারা নারীদের মাসিক(ঋতুশ্রাব) চলাকালীন সময় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে অবগত করেন। এছাড়াও যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও অধিকার সম্পর্কে প্রাথমিক ধারনা গুলো তুলে ধরেন।তারা আরো বলেন মাসিক নিয়ে কুসংস্কার, ভয়, কিংবা লজ্জা নয়, এ সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে এবং এবিষয়ে অন্যদেরকেও জানাতে হবে।