ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটের আদিতমারী উপজেলা সারপুকুরে ২২(অক্টোবর)বিকেলে ৮ ইউনিয়ন১১৬মন্দিরের সভাপতি/সম্পাদকের উপস্থিতি-তে দুর্গা পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভার প্রধান অতিথি’র বক্তব্য দেন আদিতমারী উপজেলা পরিষদ এর দুইবারের সাবেক সফল চেয়ারম্যানওজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজুল হক।
সিরাজুল হক প্রথমে তাদের শারদীয় দুর্গোৎসব এর শুভেচ্ছা জানান।পরে তিনি বলেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হবার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যতবার সরকার গঠন করেছেন তখনই কেবলমাত্র সংখ্যালঘু গোষ্ঠীর সুষ্ঠওশান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় কাজ পরিচালনা করতে পারেন।তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সঠিকভাবে দেশ পরিচালনায় সুশাসনে দেশের প্রত্যেকটি মানুষ যেন নিরাপদে থাকে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।হউক মুসলিম, হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাঙালি তাই যার যার ধর্মে তাদের অধিকারে শান্তি শৃঙ্খলায় আনন্দভোগ করবে। তাই আপনারা শারদীয় দুর্গোৎসব পালন করুনঃ মহা আনন্দে এবং আগামীতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও উন্নয়নের ধারা সচল রাখতে নৌকায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থাকুন আর আমার জন্য দোয়া করুন যেন নৌকা মার্কা নিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালীগঞ্জওআদিতমারীর হয়ে এই দুই এলাকার উন্নয়নের ২আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করতে পারি।
এসময় আদিতমারী উপজেলা শাখা,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা বাবু পূর্ণ চন্দ্র বর্মন এঁর সভাপতিত্বে লালমনিরহাট আদিতমারী উপজেলার ৮ ইউনিয়ন ১১৬ মন্দিরের সভাপতি, সম্পাদকের হাতে অর্থ প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন
৬নংভাদাই ইউনিয়নের কৃষ্ণ কান্ত রায় বিদুর, ৩ং কমলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ ওমর চিসতি, সভাপতি সুরেন্দ্র চন্দ্র বর্মন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিএস এস এমএস এস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিষ্ণু চন্দ্র বর্মণ এর উপস্থাপনায় অনুষ্ঠানটি শেষ হয়।