ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৬(জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ খালেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১নং পলাশীর স্বাস্থ্য সহকারী মোঃ বেলাল হোসেন এর হাতে উপজেলা স্বাস্থ্য সহকারী বর্ষসেরা ২০২৩ সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনসালটেন্ট এনেস্থিসিয়ার ডা. গৌতম কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সানাউল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) দেবেন্দ্রনাথ বর্মনসহ আরও অনেকেই।