অর্পিতা দেব স্টাফ রিপোর্টারঃ
আজ ২৩ মার্চ ২০২৩ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় আদিতমারী থানা, লালমনিরহাট কর্তৃক "ওপেন হাউজ ডে " অনুষ্ঠিত হয়।
উক্ত ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিহাট জেলায় সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস, অতিরিক্ত পুলিশ সুপার(এ সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) জনাব মোঃ আলমগীর রহমান, অফিসার ইনচার্জ, আদিতমারী থানা জনাব মোঃ মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) আদিতমারী থানা জনাব মোঃ রফিকুল ইসলাম সহ বীরমুক্তিযোদ্ধা জনাব আব্দুল হামিদ মোল্লা,স্থানীয় জনপ্রতিনিধি , শিক্ষক, পুরোহিত, সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে থানা এলাকার সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর রহমান, অফিসার ইনচার্জ আদিতমারী থানা জনাব মোঃ মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) আদিতমারী থানা জনাব মোঃ রফিকুল ইসলামসহ বীরমুক্তিযোদ্ধা জনাব আব্দুল হামিদ মোল্লা, জেলা পরিষদ সদস্য জনাব মনছুর আলী, সহ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, আদিতমারী শাখা, লালমনিরহাট জনাব রবিউল ইসলাম মানিক প্রমূখ ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
উক্ত ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে সর্বস্তরের মানুষকে বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয় ও অত্র থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) দীর্ঘ সময় নিয়ে জনসাধারনের কথা শুনেন এবং জনসাধারনের প্রশ্নের জবাবে মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধ সংক্রান্তে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য জনসাধারনকে আশ্বাস দিয়ে থাকেন এবং জনসাধারন যাতে পুলিশকে সহযোগীতা করেন সেই ব্যাপারে আহব্বান জানান।