গত ০৪/০৭/২০২৩ খ্রিঃ তারিখ আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই হামিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানাধীন মহিষখোচা ইউপির চন্ডিমারী মৌজাস্থ জনৈক শামসুল হক এর বসতবাড়ীর উত্তর পার্শ্বে চন্ডিমারী বালুর বাঁধে বিশেষ অভিযান পরিচালনা করেন। সেই সময় চন্ডমারী স্পারবাঁধ গামী কাচা রাস্তার উপর ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া আসামী ১। মোঃ সেলিম মিয়া (৪০), পিতা- মৃত রফিজ উদ্দিন, সাং- মহিষখোচা (চৌধুরী বাজার সংলগ্ন), ২। মোঃ আয়নাল হক (৪৫), পিতা-মৃত তোফলে রহমান, সাং- চন্ডমারী, ৩। মোঃ শফিয়ার রহমান (৫৫), পিতা- মৃত মোহাম্মদ আলী, সাং- দকিণ বালাপাড়া, সর্ব থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট দের ফেলে যাওয়া স্কুল ব্যাগের ভিতরে চটের বস্তার মধ্যে রক্ষিত ১০০ (একশত) বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে পলাতক আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-০৩, তারিখ- ০৪/০৭/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিলের ১৩ (গ)/৪১ রুজু করা হয়।
উদ্ধারকারী অফিসার- এসআই/মোঃ হামিদুল ইসলাম সহযোগিতায় এএসআই/মোঃ রেজোয়ানুল হক সহ সঙ্গীয় ফোর্স, আদিতমারী থানা, লালমনিরহাট।