ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাট জেলার আদিতমারী থানার দক্ষ অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এঁর নির্দেশনায় অফিসার- এসআই/কমল কিশোর ঘোষ, এসআই/ আজিজার রহমান, এএসআই/গোপাল চন্দ্র, এএসআই/তপন কুমার, এএসআই/পলাশ চন্দ্র রায়, এএসআই/ বিজয় কুমার রায় (৫জুলাই) আদিতমারী থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলা ১জন ও ওয়ারেন্ট ভুক্ত সর্বমোট ৩ জন আসামীকে গ্রেফতার করে।
আদিতমারী থানা এলাকায় গত (৫ জুলাই) সেশন-৭০৬/১৯, সিআর-১২২/১৯ সংক্রান্তে ০৬(ছয়) মাসের সাজাপ্রাপ্ত আসামী ১। মোঃ তৌহিদুল, পিতা-জহির, সাং-ভেলাবাড়ী, দায়রা মামলা নং- ১২২৮৬/২০, মোহাম্মদপুর থানার মামলা নং-৭৫(৭)১৯ সংক্রান্তে আসামী ২। মোঃ আবু ইবনে শামীম হাসান, পিতা- গোলাপ হোসেন, সাং- খাতা পাড়া মাজার, সেশন-৩৬৩/২০২১, সিআর-১১৪/২০২১ সংক্রান্তে দ আসামী শ্রী ৩। ধীরেন্দ্র নাথ রায়, পিং- গোপাল চন্দ্র রায়, সাং- মশুর দৈলজোড় এবং আদিতমারী থানার মামলা নং-০৬, সংক্রান্তে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী ৪। মোঃ শামীম বাবু শেখ, পিতা- রুবেল শেখ, সাং গোবর্ধন পশ্চিমপাড়া, সকলের থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটদেরকে গ্রেফতার করতঃ অদ্য (৬জুলাই) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছ