ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এঁর নেতৃত্বে একটি হলুদ রঙের পিক-আপ থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ৩জন চোরকে আটক করেছে আদিতমারী থানা পুলিশ।
বুধবার (১২জুলাই) লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ইশোরকোল গ্রামের মোঃ নজরুল ইসলাম নজু(৫০) পিতাঃ মৃতঃ আমির উদ্দিন, মোঃ রবিউল আলম,(৩০) পিতাঃ তোফায়েলুর রহমান দ্বয়ের বাড়িঘর লুটপাট করে দুইটি কালো রঙের গাভী একটি বাছুর এবং একটি কালো সাদা রঙের গাভী চুরি করে আদিতমারী থানাথীন পলাশী ইউনিয়নের নিত্যানন্দ গ্রামে নিয়ে আসলে চোরাই গরুসহ আসামি ১। মোঃ নুরুন্নবী (৩২) পিতা শাহাজাহান,২। মোঃ রাশেদ ওরফে আসাদ (২২) ৩। মোঃ সাজ্জাদুল ইসলাম সাজু(৪৪)কে অভিযোগের ঘটনাস্থল কালিগঞ্জ থানা এলাকায় হওয়ায় কালিগঞ্জ থানাকে আসামিসহ চোরাই গরুগুলো বুঝিয়ে দেয়া হয়েছে পুলিশ সূত্রে জানা যায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আদিতমারী থানার (ওসি) মোঃ মোজাম্মেল হক বলেন, গরুগুলো চুরি করে একটি হলুদ পিক-আপের করে নিয়ে যাওয়ার সময় এসআই মোঃ সালেহুর রহমান আকন্দ, এএসআই আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স আদিতমারী থানা পুলিশের হাতেনাতে গ্রেফতারে চোরদলের ৩জনকে আটক করতে সক্ষম হয়।