ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটে আদিতমারী থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ১জন আসামী গ্রেফতার হয়েছে।
অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এঁর নেতৃত্বে আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-৩১৪/২০১৭ ( আদিতমারী) সংক্রান্ত মামলার ৬ ( ছয়) মাসের কারাদন্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৭ ( সাত) দিনের কারাদন্ডে দন্ড প্রাপ্ত আসামী মোঃ আবু হানিফ, পিতা-মোঃ সায়ের উদ্দিন, সাং-গন্ধমরুয়া, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটকে গ্রেফতার করেন।
অদ্য (২৯ আগস্ট)২০২৩ এ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকারী অফিসার-
এএসআই মোঃ আইয়ুব আলী ও সঙ্গীয় অফিসার ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট