হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
" সুরক্ষিত শ্রবণ সুরক্ষিত জীবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রনে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় আন্তজার্তিক শব্দসচেতনতা দিবস ২০২৩ পালিত হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে কালেক্টোরেট চত্বর থেকে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে বণ্যার্ঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। এর আগে বণ্যার্ঢ্য র্যা লীর শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক সিরাজগঞ্জ মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের একে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে পাওয়ার প্রেজিন্ট্রশন উপস্থাপন করেন ও স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ আব্দুল গফুর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তজাতিক শব্দসচেনতা দিবসের উপর তাৎপর্য মূলক বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শব্দদূষণ থেকে মুক্ত থাকতে আমাদের প্রত্যেককে শব্দসচেতন হতে হবে। অপ্রয়োজনীয় শব্দ করা থেকে বিরত থাকতে হবে। এলক্ষ্যে শিশুদেরকে শৈশব থেকেই শব্দসচেতন করে গড়ে তুলতে হবে। সকলে মিলেই নিরাপদ আবাস গড়ে তোলার মাধ্যমে আমরা গড়ে তুলব ‘শব্দদূষণমুক্ত পরিবেশ এবং আমাদের এ ব্যাপারে বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে মাইক ও সাউন্ড বকস, উচ্চশরে বাজানো থেকে বিরত থাকতে হবে। শহরের বিভিন্ন লোক সমগাম এলাকায় শব্দসচেতনতা দূষণ রাখতে মানুষজনকে জনসচেতনতা বাড়াতে হবে। তবেই শব্দদূষন মুক্ত থাকতে সবাইকে শব্দসচেতন হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজগঞ্জ মোবারক হোসেন। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রাম পদ রায়। সিরাজগঞ্জ সদর সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট এস. এস রকিবুল হাসান, জেলা তথ্য অফিসার মোঃ আবুল খায়ের, গেনদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক মোঃ আইয়ুব আলী, ডিআইও -৩ ডিএসবি সিরাজগঞ্জ মোঃ আনোয়ার হোসেন মসিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ হোসেন আলী (ছোট্র) সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ নইমুল হাসান, মোঃ তুহিন সেখ, প্রমূখ। আন্তজাতিক শব্দসচেনতা দিবসে বনার্ঢ্য র্যালীতে গেনদায়িনী উচ্চ বিদ্যালয়ের ছাএ / শিক্ষকগণ - এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট ও গার্ল ইন রোভার দলের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আন্তজাতিক শব্দসচেনতা দিবস উপলক্ষে রোভার স্কাউট বিভিন্ন বাসস্ট্রেন্ড বাসের ডাইভারদেরকে এবং সিএনজি ও ট্রাক ডাইভারদের মাঝে শব্দদূষন নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প পরিবেশ অধিদপ্তর পরিবেশ, বনও জলবায়ূ পরিবর্তন মন্এনালয়ের এর হর্ন বাজাবেন না, শব্দদূষন করবেন না শব্দদূষন একটি নীরব ঘাতক এই লিফলেট বিতরণ করা হয় ।