আর্জেন্টিনা ৩২ বছর পর বিশ্বকাপে প্রথম ম্যাচে হারল।
সম্রাট মাহাফুজার রহমান নিউজ ডেস্কঃ
আর্জেন্টিনার ইন্দ্রপতন, ২-১ এ জয় সৌদি আরবের
আজ মেসির আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু
দোহাঃ পরিসংখ্যান ছিল, ৩৬ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। বিশ্বকাপের মঞ্চে পরিসংখ্য়ান নয়, পারফরম্যান্সই পার্থক্য গড়ে দিল। বিশ্বকাপ শুরুর আগেই চোট আঘাতের বেশ কয়েকটি ঘটনা রয়েছে নীল-সাদা শিবিরে। স্কোয়াড ঘোষণার আগেই ছিটকে যান জিওভানি লো সেলসো। স্কোয়াড ঘোষণার পরও জোড়া ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা (Argentina)। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, মাঝে দু-দিন সতীর্থদের সঙ্গে থাকলেও একাকী অনুশীলন করছিলেন মেসি। আশঙ্কা তৈরি হয়েছিল, খোদ অধিনায়কেরই চোট নেই তো! সাংবাদিক সম্মেলনে সেই আশঙ্কা উড়িয়ে ভরসা দিয়েছিলেন। মাঠেও বোঝালেন তিনি ফিট। কিন্তু সতীর্থরা যে তাগিদ নিয়ে ম্যাচ শুরু করেছিল, ধরে রাখতে পারল না। সৌদি আরবের অনবদ্য প্রত্যাবর্তন। দ্বিতীয়ার্ধের শুরুতেই পর পর দুটি গোল। আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের প্রথম অঘটন সৌদি আরবের। ৩৬ ম্যাচ পর আর্জেন্টিনার হার। বিশ্বকাপের মঞ্চে ৩২ বছর পর হার দিয়ে শুরু করল আর্জেন্টিনা।
এক নজরেঃ
ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি।
বারবার আক্রমণ করলেও অফসাইডের ফাঁদে পড়ে আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে শুরুতেই পরপর দুটি গোল সৌদি আরবের।
টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা। অবশেষে হার।
বিশ্বকাপের প্রথম ম্যাচে হার, মেসির শেষ বিশ্বকাপে ইন্দ্রপতন।
৩২ বছর পর বিশ্বকাপে প্রথম ম্যাচে হারল আর্জেন্টিনা।