বি এম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের এককালীন ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসের ফীল্ট সুপারভাইজার মোঃ শাহিনুর ইসলাম, অফিস সহকারী মীর তহিদুল ইসলাম, অফিস সহায়ক মোঃ তানভীর হোসেন, প্রতিবন্ধী ও রোগীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মোট ৩০ জনকে ৫০ হাজার করে ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
আশাশুনিতে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ
বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে চারা বিতরণ কর্মসূচির অংশ হিসাবে আশাশুনি আনসার ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ভিডিপি কার্যালয়ের নির্দেশে মঙ্গলবার দুপুরে আশাশুনি আনসার ভিডিপি কার্যালয়ের সামনে এ চারা বিতরণ করা হয়। চারা বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান, ভাই চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ হোসনে আরা হোসেন, আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক সুজন মিত্র ও খাদিজা খাতুন সহ আনসার ভিডিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য শোভনালী ইউনিয়নের গোদাড়া আনসার ভিডিপি উন্নয়ন ক্লাবে ১০ টি, শ্রীউলা আনসার ভিডিপি উন্নয়ন ক্লাবে ১০টি এছাড়া আনসার ভিডিপির ইউনিয়ন লিডার, কমান্ডার ও সহকারী কমান্ডারদের মধ্যে ১৫ টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।