অর্পিতা স্টাফ রিপোর্টারঃ-
জ্ঞান অর্জনে বইয়ের বিকল্প নেই আর বই প্রমিক ও লেখক লেখিকাদের কথা মাথায় রেখে প্রতি বছর করা হয় অমর একুশে গ্রন্থমেলা। এবারের আসন্ন অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ নিয়ে ইতোমধ্যে বইমেলাকে ঘিরে লেখক ও পাঠকদের মধ্যে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ শুরু হয়ে গেছে। প্রতিবছর বইমেলায় তরুণ লেখকদের একটা উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকে। “মানুষ মূলত মেঘের মতন” শিরোনামে ৩য় কাব্যগ্রন্থ নিয়ে আসছেন তরুণ লেখক জ্যাকলিন কাব্য । বইটি প্রকাশ করবে পূর্বা প্রকাশনী এবং প্রচ্ছদ করেছেন জনপ্রিয় প্রচ্ছদশিল্পী চারু পিন্টু। জ্যাকলিন কাব্য তার বইয়ের গ্রন্থস্বত্ব দিয়েছেন তার বাবা জয়নুল আবেদীন স্বপনকে।
ইতোমধ্যে তার প্রকাশিত “কাব্যজয়” ও “প্রণয়ের দেবতা” শিরোনামে দুটো বই পাঠকের মনে জায়গা করে নিয়েছে। সাফল্যের ধারাবাহিকতায় এই লেখক তার ৩য় কাব্যগ্রন্থের ঘোষণা দিয়েছেন।তিনি পড়াশোনার পাশাপাশি নিয়মিত লেখালেখির সাথে যুক্ত । সাহিত্যচর্চা ও সাহিত্যের প্রসারে তিনি নিরলস কাজ করে চলেছেন। হাস্যজ্বল এই লেখিকাকে তার তৃতীয়বারের মতো নতুন বই প্রকাশ নিয়ে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,” ৩য় বই প্রকাশ পাওয়া অবশ্যই যেকোনো লেখকের জন্য আনন্দের। লেখক হিসেবে আমার স্বপ্ন বইয়ের সাথে মানুষের সম্পর্ক আরও দৃঢ় হোক। কবিতার মতো সুন্দর হোক মানুষের জীবন”।