বিশেষ সংবাদদাতাঃ
ঈদের তৃতীয় দিন ও পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রামের পর্যটক প্রেমীদের ঢল নেমেছে ও পহেলা বৈশাখ ঘিরে পর্যটক প্রেমীদের ঢল কনকর্ড ফয়েসলেক কমপ্লেক্সে।
ঈদের প্রথম দিন থেকে দর্শনার্থীর আগমন শুরু হয়। দ্বিতীয় দিন সকাল নয়টা থেকে পার্ক খোলা থাকায় দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে। গ্রীষ্মকালীন আবহাওয়ার কারনে ওয়াটার রাইড গুলোতে বেশী আগ্রহী ছিলো পর্যটকদের। ফয়’স লেক এ্যমিউজমেন্ট ওর্য়াল্ডে ও সময়ের সাথে আগত দর্শনার্থীর সংখ্যা কিছুটা বাড়তে থাকে।
অনেকেই লেক ভ্রমনের জন্য পার্কে আসেন। ফয়’স লেক বেইস ক্যাম্পে আগত পর্যটকদের মধ্যে বেশীরভাগই ছিলেন বিদেশী। সর্বোপরি বলা যায় আবহাওয়া ভালো থাকা নির্মল বিনোদনের আয়োজন পর্যাপ্ত নিরাপত্তার কারণে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটেছে জানিয়েছেন ফয়েসলেক কমপ্লেক্সে এর কর্মকর্তারা।