রাজধানীর উত্তরখানে মজনু মিয়া নামের এক বৃদ্ধের বসতবাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছে স্থানীয় কিশোর গ্যাং। এতে সীমানা প্রাচীরসহ ওই বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগের ৩ দিনেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ।
জানা যায়, ১৭ অক্টোবর দুপুরে উত্তরখানের মুন্ডা লালবাগ এলাকার বুলবুল ও মনিরের নেতৃত্বে ৪০-৫০ সদস্যের একটি কিশোর গ্যাং মজনু মিয়ার বাড়িতে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
ভুক্তভোগী মজনুর পুত্রবধূ সীমা আক্তার জানান, দুপুর দেড়টার দিকে বুলবুল ও মনির এসে আমার শ্বশুর কোথায় জানতে চায়। তিনি বাসায় নেই জানালে কিছুক্ষণ পরই ৪০ থেকে ৫০ জনের দল নিয়ে বাড়িতে হামলা চালায়। এসময় কিশোর গ্যাংয়ের সদস্যরা বাড়ির সীমানা প্রাচীর ও টিনশেডে এলোপাতাড়ি কুপিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে।
ভুক্তভোগী মজনু মিয়া বলেন, স্থানীয় এক জমি ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন বখাটেকে সঙ্গে নিয়ে তার পৈতৃক বসতভিটা দখলের পাঁয়তারা করছে। হামলার দিন তার সন্ত্রাসী বাহিনীর প্রধান বুলবুল এবং জহিরুল, মনির, তাহের, রিফাত ও হৃদয়সহ অনেকে ছিল। তার অভিযোগ, ঘটনার দিনই উত্তরখান থানায় লিখিত অভিযোগ দিলেও বৃহস্পতিবার বিকাল পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। যদিও হামলার সঙ্গে জড়িতরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
এ বিষয়ে জানতে উত্তরখান থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।