একটা মেয়ে যখন মা হতে পারে না তখন সে মেয়েটিকে দিনের পর দিন কথা শোনায় অত্যাচার নির্যাতন করে
ঐ মেয়েটির দিকে বারবার আঙ্গুল তোলে ।
মেয়েটি কেন নারীত্ব পেল না ??
মেয়েটি কেনো বাপের বাড়িতে পড়ে আছে ?
কেনো সে শশুরবাড়ি যায় না ?
মা হতে পারেনি কেনো ??
মেয়েটি কোনো প্রতিবাদ ও করতে পারেনা
কারণ সে মা হতে পারেনি !!
কথাটি যদি জানাজানি হয়ে যায়
বাড়ির দূর্নাম হবে
সমাজ তাকে ঘৃণা করবে
দিনের পর দিন মেয়েটাকে কষ্ট দেয়। আমরা কেউ কিছু জানতে চাইনা
কেনো বলুন তো ??
সমাজের ভয়ে !!!
যে সমাজে দেবী শক্তির আরাধনা হচ্ছে
নারী শক্তির পুজো হচ্ছে
সেই সমাজে মেয়েদের এভাবে
অত্যাচার নির্যাতন করা হয়
মেয়েদের এভাবে কষ্ট সহ্য করতে হয়।
মা না হওয়া দোষটা কি মেয়েটার একার ??
দোষটা তো মেরুদন্ডহীন নপুংস পুরুষটির ও হতে পারে ?
যে এই নিরীহ মেয়েটিকে এতদিন কষ্ট যন্ত্রণা দিয়েছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে !
আজ আমাদের এই সুশীল সমাজে
এই নোংরা পুরুষটির মতো অমানুষ প্রশ্রায় পেয়ে যাচ্ছে।
যতদিন না মেয়েরা রুখে দাঁড়াবে প্রতিবাদ করবে
নিজের অধিকারের জন্য সোচ্চার হবে
এই নোংরা মানুষগুলো একটাও শাস্তি পাবে না
এই অমানুষ গুলো একটার ও মানসিকতা পরিবর্তন হবে না।
আর মেয়েদের পরে দিনের পর দিন অত্যাচার হতেই থাকবে
আর কত সহ্য করবে মেয়েরা ??
কেন সহ্য করবে ??