অর্পিতা দেব স্টাফ রিপোর্টারঃ-
লালমনিরহাট জেলায় আলোড়ন সৃষ্টি করছে একদল তরুণ-তরুণী। দেশের শিল্প সংস্কৃতির কথা চিন্তা করেই তারা প্রতিষ্ঠা করছে ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন নামে একটি সংগঠন। সংগঠন টি প্রতিষ্ঠা করছেন শিব সুন্দর বর্মণ নামে এক তরুণ। শিব সুন্দর বর্মণের সঙ্গে কথা বলে জানতে পারি তিনি ও তার কিছু বন্ধু-বান্ধবী মিলে এই সংগঠন টি নিয়ে কাজ শুরু করেছেন এবং তারা প্রত্যেকেই উক্ত সংগঠনের মধ্যে দিয়ে দেশের শিল্প ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে চায়। লালমনিরহাট জেলার তুখোড় সংগঠক এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে কাজ শুরু করেছে ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনটি। নাচ,গান,আবৃত্তি, উপস্থাপনা ইত্যাদি কার্যক্রম ইতি মধ্যে শুরু করেছে তারা।এছাড়া বিভিন্ন দিবস পালন এবং ওতোপ্রোতো ভাবে অংশগ্রহণের মাধ্যমে সমাজকে সচেতন করার মধ্যে দিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে আরো অনেক ব্যতিক্রম ধর্মী কার্যক্রম হাতে নিবেন তারা যা আমাদের সাংস্কৃতিক দিক গুলোয় বিশেষ অবদান রাখতে পারে বলে জানায় সংগঠনটির প্রতিষ্ঠতা সভাপতি শিব সুন্দর বর্মণ।আগামীকাল ০৬/০২/২০২৪ তারিখে ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন প্রযোজিত ঝংকারস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে তাদের প্রথম নির্মিত ভিডিও আসতে চলছে। ভিডিওটির মুখ্য চরিত্রে আছেন সৌরভ সাহা এবং গঙ্গা রানী রায়।রূপসজ্জা, পোশাক পরিকল্পনা এবং কেশবিন্যাস এ মো:শাকিল ইসলাম। সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় আছেন শিব সুন্দর বর্মন।