গত ২৮ মে ২০২৪ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার অনন্যা সেন্টারে অনন্যা কল্যাণ সংগঠন একেএস এর বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা অর্থায়নে শ্রেয়া প্রোগ্রামের বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস ২০২৪ উদযাপন করা হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় হ্যালো একসাথে মাসিক বান্ধব বিশ্ব গড়ি দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে কিশোরীদের মাসিক স্বাস্থ্য বিষয়ের সচেতনতা বৃদ্ধি ও ৩০ জন কিশোরী মেয়েদের পুনঃ ব্যবহারযোগ্য সেনেটারি প্যাড তৈরি শিখানো। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ ডনাই প্রু নেলী নির্বাহী পরিচালক অনন্যা কল্যাণ সংগঠন, অংচমং মারমা, সভাপতি দুদক বান্দরবান জেলা, বান্দরবান একটিভিষ্ট ফোরামের দুইজন সদস্য মিজ পাইম্রাউ ও মিজ মার্গারেট ত্রিপুরা এবং আরো উপস্থিত ছিলেন শেয়ার প্রোগ্রামের সকল কর্মকর্তা/ কর্মচারীগন উপস্থিত ছিলেন