হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে শতাধিক সুবিধা বঞ্চিত গরীব অসহায় শীতার্ত পরিবারের মাঝে এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর ডিজি-৯ এর গর্ভনর এপেক্সিয়ান হেলাল আহমেদ এর নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ হয়েছে।
গতকাল শুক্রবার ( ২৩ ডিসেম্বর) সকালে শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাওলানা ভাসানী কলেজ চত্বরে এপেক্স ক্লাব বাংলাদেশ সিরাজগঞ্জ এর আয়োজনে কম্বল বিতরন করেন নবনির্বাচিত ডিজি - ৯ এর গভর্নর এপেক্সিয়ান হেলাল আহমেদ, সে সময়ে উপস্থিত ছিলেন
এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মুহিবুল্লাহ মুহিব, আইপিপি এপেক্সিয়ান রায়হান কবির মিঠু, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ফুলাদ হায়দার খান, সেবা পরিচালক এপেক্সিয়ান আব্দুস সালাম, ট্রেজারার এপেক্সিয়ান আনসার আলী, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান আশিক আহমেদ, এপেক্সিয়ান জাহাঙ্গীর আলম, এপেক্সিয়ান আব্দুর রাজ্জাক, এপেক্সিয়ান মজনু মোল্লা, এপেক্সিয়ান আব্দুর রহিম. সাংবাদিক মোঃ হোসেন আলী (ছোট্ট) সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।