এসো তারুণ্যে জাগি,লজ্জাটাকে শিঁকেই তুলে বাঁচি সম্রাট মাহাফুজার রহমান
নিউজ ডেস্ক
Life skill special motivational trainer সম্রাট মাহাফুজার রহমানের ইচ্ছে এখন থেকে লেখুনির মাধ্যমে-ই সমাজের মানুষের মান উন্নয়ন ও উৎসাহ উদ্দিপনামূলক কাজ করে যাবে বাকিটা জিবন।
আজকের বিষয়ঃ এসো তারুণ্য জাগি, লজ্জাটাকে শিঁকেই তুলে বাঁচি।(পজেটিভ)
যা কাজ পাও তাই করো, চাকরি, ব্যবসা,সেলস ম্যান, মার্কেটিং অফিসার,ফ্লোর ইনচার্জ,ফিল্ড অফিসার, গার্মেন্টসের কিউসি থেকে শুরু করে সব কাজ।চাকরি দরকার,চেয়ার না।
কাজ করলে ইজ্জত যায়না। যাদের লজ্জার ভয়ে আপনি কাজ ছোট করে দেখেন,তারা আপনি উপুস করে থাকলে জানবেও না।
খালি পরামর্শ আর উপদেশ। এইটা কইরো না,হেইটা করো, আপনি/আমি পানের দোকান করলে পরামর্শদাতার কি? মনে রাখবেন,পরামর্শ প্রবণ গোটা জাতি..
কাজে কোন 'না' নেই।#যাই_পাও_তাই_করো। কর্মই ধর্ম। আর কর্মই ধর্ম করতে গেলে তোমার চর্ম হতে হবে পুরো। একেবারে মোটা চামড়া।পাতলা চামড়ার জন্য এই দুনিয়া না৷ এখানে কথা শুনতে হবে, গালি শুনতে প্রস্তুত থাকা লাগবে।
যদি পানের দোকান দাও,CNG চালাও ,এতে তোমার গুস্টির জাত চলে যাবে। ইজ্জত ধুলোয় মিশে যাবে। তোমার গোষ্ঠীতে সহজে কেউ বউ ও দিবে না! এমনটা ভাবনা দরকার নেই।
আপনি ভেবে যাচ্ছেন সমস্যা নেই-সারাটা জিবন ভেবেই কাটাতে পারবেন। অলরেডি পাঠাও উবার তাদের কাজ শুরু করে দিয়েছে। পোলাপান এখন আয়ের বহু পথ খুঁজে নিয়েছে৷ তারা ফুড পান্ডায় পিৎজা সাপ্লাই দিয়ে কমিশন নেয়। তাতে তাদের বেজ্জতি হয়নি।
অত ভাবনার কিছু নেই। যা খুশি করো। শরবত বিক্রি করো, এখন দারুণ সিজন।তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান শহরে রুহ আফজা ফ্লেভারের শরবত বিক্রি করতেন। ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদি রেল স্টেসানে চা বিক্রি করতেন। আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার বিক্রি করতেন বাদাম।
তিনি আর বলেনঃ যাদের আপনি আমি শরম পাচ্ছি, আর দশ বছর পর নিজেই নিজের কাছে লজ্জা পাবেন।
যারা হাসে,তারা নেংটি ইঁদুরের মত আজীবনই হাসবে। তাদের ধারণা একটাই, ধুর পোলাটারে দিয়ে কিচ্ছু হবে না।
#নিজের_ইচ্ছে_ও_স্বপ্নটাকে_প্রাধান্য_দাও।
অনেকে পাগল ডাকবে। আমার ধারণা কিছুটা পাগলা টাইপের হলেই ভালো। সারা জীবন ফার্স্ট হয়ে যাওয়া ছেলেটাকে (এসএসসি) ক্লাসে ফেল করতে দেখেছি।ব্যাক বেঞ্চারকে বিশাল প্রতিষ্ঠানের এমডি হতে দেখেছি।মোটর গ্যারাজে আজই কাজ শুরু করে দাও,শরম পাওয়া ছেলেটার চাইতে দশ বছর এগিয়ে থাকবে তুমি।পড়ালেখা করতে করতে আতেঁল হয়ে যাবার পক্ষে আমি না। এক্সট্রা অর্ডিনারী ব্রেন থাকলে এই লেখাটি তাদের জন্যে নয়। এভারেজ মেধার তরুণদের নিয়ে কথা হচ্ছে।
মনে রাখবেন,এভারেজ মেধাবীরা গ্রুপ অব কোম্পানির
মালিক হতে পেরেছে।টপার মেধাবীরা সেখানে চাকরি করছে।
♥ধন্যবাদান্তে সম্রাট মাহফুজার রহমান আপনি/আমি এগিয়ে গেলে এগিয়ে যাবে দেশ।