নওগাঁ সংবাদদাতা:
নওগাঁর আত্রাই প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা
সম্পাদক,শিরোনাম সাহিত্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক,লেখক ফোরাম আত্রাই ‘র সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক প্রথম কথার জেলা সংবাদদাতা,ও দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার নিজস্ব প্রতিবেদক,জাতীয় নিউজ পোর্টাল এবিসি ন্যাসনাল নিউজ এর জেলা সংবাদদাতা, কবি ও সাংবাদিক এমরান মাহমুদ প্রত্যয়’র মেয়ে আফিয়া জান্নাত ইতুর ৫ম তম জন্মদিন আজ।
আজকের এই দিনে পরিবারে আনন্দের আলো ছড়িয়ে মা-বাবার কোলজুড়ে সুন্দর পৃথিবীর আলো দেখেছিল আফিয়া জান্নাত ইতু।
তার জন্য দোয়া চেয়ে কবি ও সাংবাদিক এমরান মাহমুদ প্রত্যয় বলেন, মানুষের প্রকৃত ধর্ম হচ্ছে মানবতা। আমার মেয়ে যেন মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে। সে যেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে। সকল মুমিন মুসলিম ভাই ও বোনেরা তার জন্য দোয়া করবেন।
এই শুভ জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আত্রাই প্রেসক্লাব, সেই সাথে দীর্ঘায়ু কামনা করেছেন আফিয়া জান্নাত ইতুর, পিতা-মাতা, দাদু ভাইয়া , বড় মা,বড় আব্বু, ফুফা-ফুফি, নানা-নানী, ও ভাইয়া হাসিব,সোহাগ,ইসরাফিল,মুন্না,মিতুল,মশুর,মামুন,নাজমুল সহ সকল আত্মীয় স্বজনরা আগামী দিনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষে দোয়া কামনা করেছেন।