লালমনিরহাট জেলায় SSC পরীক্ষার্থীদের জন্য বিশেষ অফারে বাংলাদেশ কম্পিউটার এডুকেশন (বিসিই),
গভঃ রেজিঃ নং ২৪৩০কম্পিউটার ট্রেনিং সেন্টারে ছাত্র/ছাত্রী ভর্তি চলছে। এসএসসি, এইচএসসি এবং এর সমমান সকল শিক্ষার্থীরা এখানে বিশেষ অফারে প্রশিক্ষণটি সম্পূর্ণ করতে পারবে।এছাড়াও সকলে শ্রেনি পেশার ব্যক্তিরা চাইলে এখানে কম্পিউটার শিখতে পারবেন কম খরচেই। এছাড়া টাইপিং দক্ষতা বৃদ্ধির জন্য কীবোর্ড টাইপিং প্রতিদিন ১ ঘন্টা স্বল্প মূল্যের মধ্যে ব্যবহার করার সুযোগ রয়েছে। স্থান
বাস ষ্ট্যান্ড রোড, মিশনমোড়, লালমনিরহাট।
এখানে অভিজ্ঞ কম্পিউটার প্রশিক্ষক দ্বারা ৩/৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষন শেষে সরকার অনুমোদিত Online/Off line সার্টিফিকেট প্রদান করা হয়।
আসন সংখ্যা সীমিত,যোগাযোগের ঠিকানাঃ
শাখা পরিচালক,বাংলাদেশ কম্পিউটার এডুকেশন (বিসিই)সেনা মার্কেট, বাস ষ্ট্যান্ড রোড, মিশনমোড়, লালমনিরহাট।যোগাযোগে মোবাইল নম্বরঃ 01717591103, 01921973203।ব্রাঞ্চ ডিরেক্টর দিলীপ কুমার বর্মণ এর সঙ্গে কথা বলে জানা যায় আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহী শিক্ষার্থীরা যথাসম্ভব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে। এবং প্রতি তিন মাস পর পর এখানে শিক্ষার্থী ভর্তি করানো হয়।আবেদন এর সময় অবশ্যই ভর্তি ফরমসংগ্রহ করতে হবে এবং আনুষঙ্গিক কাগজপত্র যথাঃ দুই কপি পাসপোর্ট সাইজ ছবি,শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এর ফটোকপি এবং আইডি কার্ড বা জন্ম নিবন্ধন এর ফটোকপি এসব জমা দিতে হবে।