মোঃ নুর নবী জনি:- ঢাকা সিলেট মহাসড়ের সোনারগাঁও উপজেলার কাঁচপুর মোড় থেকে সোমবার সকালে চাঁদাবাজিকালে জাকির হোসেন (৪২) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
এসময় চাঁদাবাজ জাকির হোসেনের কাছ থেকে চাঁদাবাজির ২৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাকির হোসেন চাঁদপুর জেলার রহমতপুর এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।
কাঁচপুুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম জানান, ঢাকা সিলেট মহাসড়কে পরিবহনে চাঁদাবাজিকালে এ এসআই শহিদ তাকে কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত চাঁদাবাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহাসড়কে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলে জানান।