বেকারত্বের ছবি
কাউসার দেওয়ান
নিজেকে নিজেই প্রশ্ন করে লজ্জিত এ মন,
কেনই বা আমার বেঁচে থাকা তুচ্ছ এ জীবন।
ইচ্ছে হলেই কিনে দিতে পারিনা মায়ের হাতে শাড়ি,
এই অকৃতজ্ঞতায় আর কত যুগ দিব পারি?
মন চায় নিজেকে রাখি লোকচক্ষুর আড়ালে,
ফিরে না হয় আসবো একদিন নিজের পায়ে দাড়ালে।
অর্থের ঐ বাহ্বায় নিজেকে করে দিব কুরবান,
অর্থেই মনে হয় আছে পৃথিবীর সব সুখ আর সম্মান।
রাত জেগে আমার কত বই পড়া হয়েছে যে শেষ,
দিন শেষে আমি এখনো রয়ে গেছি সেই অনিমেষ
।
কোথাই কারে বলবো আমার এই ব্যর্থতার কথা?
এ দেশেতে যে শুধু ছাপানো হয় সফলতার কথা।
এত অভিযোগ কেনো নিজের কাছেই? জান তে চাই সৃষ্টিকর্তা!
তবে কি পাবোনা বেঁচে থাকতে কোনো খুশির বার্তা।
আশাটুকু ভরসা আমার বাকিটুকু ভরা ডুবি,
আমি যেন খবরের কাগজে ছাপানো বেকারত্বের ছবি।