কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় সিএাং প্রভাবে ঘরের উপরে পড়ে থাকা গাছ সড়াতে গিয়ে প্রাণ হারালো মোঃ সাব্বির সিকদার(২১)
গত৪ নভেম্বর শুক্রবার দুপুর একটায় উপজেলা আওরাবুনিয়া ইউনিয়ন মুন্সিরাবাদ গ্রামে সিকদার বাড়ি মোঃনুরজামাল শিকদারের ছেলে মোঃ সাব্বির সিকদার
ওই এলাকার মোঃ শহিদুল শিকদার জানন,সাব্বিরের মামার বাড়ি সিএাং প্রভাবে ঘরের উপর পড়ে থাকা গাছ।সেই গাছ সরাতে গিয়ে লাডের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়।তারপর তার মামারা ও তার মা দেখতে পেয়ে তৎক্ষণিক তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। পরে দাইত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বরিশাল কোতোয়ালি থানা দাইত্বে থাকা ওসি পরিবারের অভিযোগ না থাকার কারণে লাশ পরিবারের কাছে হস্তান্ত করে।৫ নভেম্বর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়