(ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠি কাঠালিয়া উপজেলা আমুয়া চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্রী ফারজানা ইসলাম মিলাকে অপহরণের চেষ্টার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা আমুয়া ইউনিয়ন সদরে আরিফ সর্দার ও তার সহযোগী রাকিবের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধন করা হয়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল আলম জানান, আমার বিদ্যালয় ছাত্রীকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে ।শুধু আমার নয় অন্য অন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জেন সুষ্ঠুভাবে লেখাপড়া করতে পারে তাই আইনের দৃষ্টি আকর্ষণ করছি দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাই।
এ সময় উপস্থিত ছিলেন,সভাপতি এসএমসি মোঃমাসিস মোল্লা,সহকারী শিক্ষক আসাদুজ্জামান, মোসাঃখাদিজা আক্তার ,মোঃপলাশ গোলদার , মোঃশহিদুল ইসলাম ও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা সবাইরি দাবি রয়েছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।