অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে ১৯০ পিস কম্বল বিতরণ সহ চিকিৎসা সেবা প্রদান ও ব্লাড গ্রুপিং করেন 'উৎসাহ যুব কল্যাণ ফাউন্ডেশন' সংগঠন এর সদস্য বৃন্দ ।
আজ লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন এ 'উৎসাহ যুব কল্যাণ ফাউন্ডেশন' এর পক্ষ থেকে কম্বল বিতারণ করা। গরিব/অসহায়/ প্রতিবন্ধী/ বিধবা / বয়স্ক পুরুষ / ইয়াতীম বাচ্চা,হালকা নাস্তার ব্যবস্থা
মেয়েদের সোয়েটার বিতারণ করা হয়েছে (ইয়াতীম ৪ থেকে ১০ বছরের বাচ্ছা)
ছেলেদের জ্যাকেট বিতারণ করা হয়েছে (ইয়াতীম ৪ থেকে ১০ বছরের বাচ্ছা)
এ সময়
ব্লাড গ্রুপ নির্ণয় করেণ
মেহেদী হাসান জিন্নাত শেখ
(Students MS MATS)
চিকিৎসা সেবা প্রদান করেন
ডাক্তার রফিকুল ইসলাম রাফি
ডি এম এফ প্রাইম রংপুর ও
ডাক্তার আপেল মাহমুদ
(ডি এম এফ ঢাকা)
এ সময় উপস্থিত ছিলেন
জিয়াউর রহমান জিয়া উপদেষ্টা উৎসাহ যুব কল্যাণ ফাউন্ডেশন ও সহকারী শিক্ষক চাপারহাট উচ্চ বিদ্যালয়।
নির্বাহী পরিচালক মোঃ আব্দুল আখের (আখেরুজ্জামান) উৎসাহ যুব কল্যাণ ফাউন্ডেশন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আরএফএল
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল মিসবাহ উৎসাহ যুব কল্যাণ ফাউন্ডেশন ও বিসমিল্লাহ ট্রেডার্স চন্দ্রপুর বাজার কালিগঞ্জ
সভাপতিঃ নুর ইসলাম উৎসাহ যুব কল্যাণ ফাউন্ডেশন মার্কেটিং এস আর আবুল খায়ের কোম্পানি
সহ সভাপতি রেজাউল করিম
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম মার্কেটিং এস আর আবুল খায়ের কোম্পানি
ফরহাদ সহ প্রচার সম্পাদক
ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক তৌফিক জামান
খাইরুল কবির সভাপতি সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ লালমনিরহাট ও সবুজ সেবা ফাউন্ডেশন এর চেয়ারম্যান
মোঃ মঞ্জুর আলম সমাজসেবক ও ব্যবসায়ী মুন্না গার্মেন্টস চন্দ্রপুর বাজার কালিগঞ্জ
পার্থ দেব
সদস্য 'উৎসাহ যুব কল্যাণ ফাউন্ডেশন'
নির্বাহী পরিচালক আব্দুল আখের বলেন,আমাদের কাছে আরো অবশিষ্ট কিছু কম্বল আছে যা ধাপে ধাপে দলগ্রাম ইউনিয়ন,কাকিনা ইউনিয়ন, তুষভান্ডার ইউনিয়ন, ভোটমারি ইউনিয়নে বাসায় বাসায় পৌছায় দিবে সংগঠন এর সদস্যগণ যেনো তাদের একটা কম্বল দান নিতে এসে আর্থিক সমস্যায় পড়তে না হয়। তবে আমরা চাই আপনারা সকলেই আমাদের পাসে থাকবেন সসহযোগিতা করবেন তাহলে আমরা অভাব অনটন দূর করতে পারবো।
সংগঠনের সভাপতি নূর ইসলাম বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। ২০২০ থেকে সকলকে নিয়ে এই সংগঠন পথচলছে। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।