শাহিনুর ইসলাম শাহিনঃ
লালমনিহাট জেলার কালীগঞ্জে চলতি ইরি-বোরো মৌসুমে সরকারি ভাবে ধান, চাল ও গম সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।
(১০ মে বুধবার) সকাল ১০ টা সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জহির ইমাম এর সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জনাবা হাসনা আক্তার, জনাব শহিদার রহমান সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ কালীগঞ্জ উপজেলা শাখা, কৃষক ও গন্যমাণ্য ব্যাক্তিবর্গ সহ উপজেলা চাউল কল মালিক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জনাবা হাসনা আক্তার বলেন, চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলায় কৃষকদের কাছ থেকে ৩০ টাকা ও ৩৫ টাকা কেজি দরে ধান/গম ক্রয় করা হবে। এছাড়াও উপজেলার মিলারাদের কাছ থেকে ৪৪ টাকা দরে সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।
এ বিষয়ে, ভারপ্রাপ্ত কর্মকর্তা কাকিনা এল এস ডি জনাব ফেরদৌস আলম এর সাথে কথা বলে জানা যায় এ বছর ধানের চাষ অনেক ভালো হয়েছে। কৃষকদের কাছ থেকে ধান,গম, চাল অনেক ভালো ভাবে সারা পাওয়া যাবে এই আশা করছি এবং আমরা কৃষকদের সব সময় সব ধরনের সহোযোগিতায় করবো।