লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার আটাত্তর লাখ টাকা ব্যয়ে প্রায় এক কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন করেছেন, এমপি- নুরজামান আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রী ।
বুধবার (১৯অক্টোবার) দুপুরে উপজেলার মদাতী ইউনিয়ন হইতে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ কালীগঞ্জ উপজেলা ও হাতিবান্ধা উপজেলার মধ্যে একটি যোগাযোগের রাস্তা স্থাপন করে, যা প্রায় ২০,০০০ হাজার লোকের যাতায়াতের রাস্তা সুগম হয় এলাকা বাসি জানায় রাস্তার কাজ গুণগত মানে কাজ হবে বলে এলাকা বাসির দাবি ।
রাস্তাটি পাকার কাজ শুরু করেন কালীগঞ্জ উপজেলা এলজিইডির অর্থায়নে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এদিকে সমাজকল্যাণ মন্ত্রী মৌজা শাখাতী উচ্চ বিদ্যালয় বহুতল ভবন এর ভবন সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শক করেন।
এরপরেই উক্ত পাকা রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে , শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ এম পি মাননীয় মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
এবং আরো উপস্থিত ছিলেন, সুলতান মাহমুদ নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর লালমনিরহাট। বিষেশ অতিথি জনাব আব্দুল মান্নান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মিজানুর রহমান মিজু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কালীগঞ্জ উপজেলা শাখা। জাহাঙ্গীর আলম বিপ্লব চেয়ারম্যান মদাতী ইউনিয়ন পরিষদ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গোলাম মোস্তফা সভাপতি ম্যনেজিং কমিটি শাখাতী উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন সংগঠন নেতা কর্মি ছাত্র ছাত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।