লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটি কর্তৃক,কালীগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
৩০ জানুয়ারী (সোমবার) দুপুরে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক ওসমান গনির নেতৃত্বে ইউনিটির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচিতি ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় কালীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সদস্যের মধ্যে মো.শাহীনুর ইসলাম শাহীন, শেখ রনদ সিমান্ত, আল-আমীন বাবু, এম এম রনি চৌধুরী,ফিরোজ আহমেদ ও মি.আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম, গত ০৯ই জানুয়ারী ২০২৩ ইং কালীগঞ্জ উপজেলায় যোগদান করেন।