জি এম রাব্বী সাংবাদিক লালমনিরহাটঃ-
লালমনিরহাটের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে আল-আমিন ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বুধবার বিকালে উপজেলার কেরানীপাড়া এলাকায় এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ১ জনের নাম ও অঙ্গতনামা ২/৩ জন উল্লেখ করে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে আল-আমিন ইসলাম পরিবার।
লিখিত অভিযোগে বলা হয়,উত্তর ঘনেশ্যাম মৌজাস্থ বায়না সূত্রে ৫.০০ শতক জমি প্রাপ্ত হইয়া উক্ত জমিতে বসত বাড়ী নির্মান করিয়া দীর্ঘদিন হইতে বসবাস সহ ভোগ দখল করে আসিতেছি আল-আমিন ইসলাম পরিবার ।
উক্ত জমি ভোগ দখল করা অবস্থায় বিবাদী মোঃ আশরাফুল ইসলাম লেবু (৪১) প্রায় ৫ মাস পূর্ব হইতে আমার দখলীয় জমির মালিকানাদাবী সহ জোর পূর্বক জবর দখল পায়তারা
করিলে বিবাদীগনের সহিত উক্ত জমির বিষয়কে কেন্দ্র করিয়া আমার বিরোধের সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরিয়া গত ইং- ১৯/০৪/২০২৩ তারিখ বিকাল অনুমান ৬.০০ ঘটিকার সময়
বসত বাড়ী সামনে কাঁচা রাস্তার উপর বিবাদীগনের সহিত আমার দেখা হইলে বিধানীগন উক্ত জমির বিষয়কে কেন্দ্র করিয়া আমার সহিত কথা কাটাকাটি করে।
কথা কাটাকাটির এক পর্যায়ে বিবাদীগন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি উহার প্রতিবাদ করিলে, বিবাদীগন আমাকে মারপিট করার জন্য উদ্যুত হয়, ও বাড়ীতে অনুপ্রবেশ করে হামলা করতে যাই,
ঘটনার বেগতিক দেখিয়া চিল্লাহাল্লা করিলে,অনেকে ঘটনাস্থলে আগাইয়া আসা মাত্রই আশরাফুল ইসলাম লেবু সহ অঙ্গতনামা ২/৩ জন তাদের পরিবার কে হুমকি দিয়ে চলে যায় ।
এ বিষয়ে আল-আমিন ইসলাম কাছে জানতে চাইলে তিনি আমাদের বলেন , আমি গত ০৮/০৮/২০২২ইং তারিখে আমার সহিত মো: আশরাফুল ইসলাম লেবু জমি বিক্রয়ের বায়না পত্র সম্পাদন করছি।
টাকা স্বাক্ষীগনের সম্মুখে বুঝিয়া লইয়াছেন তিনি ।শর্ত মোতাবেক ও সম্মতিক্রমে বায়নাকৃত জমিতে বসতবাড়ী নির্মান পূর্বক যথারীতি শান্তিপূর্ণ বসবাস করিয়া আসিতেছে।
এবং তিনি তিন মাস পরে আমাকে জমির সাব-কবলা দলিল করে দিবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হইয়াছেন । তিন মাস পার হলে ও তিনি আমাকে জমির দলিল করে দিতে টালবাহানা করিয়া কালক্ষেপন করিয়া আসিতেছেন ।
ইতিমধ্যে আমি লোক মারফত জানিতে পারি যে, বায়নাকৃত জমি অধিক লাভের দুরাশায় অন্যত্র বিক্রয় করিবার পায়তারা করিতেছেন এবং জমি অন্যত্র বিক্রয় করিবার চেষ্টা করিয়া আসিতেছে ।
সেই সাথে আমি এইরুপ অপরাধজনক কার্যকলাপের জন্য তাহাকে আমি লিগ্যাল নোটিশ মারফত সতর্ক করা হয়ছে । তার জের ধরে আজকে আমাকে বসতবাড়ীতে হামলা চেষ্টা করে ।
ও আমার পরিবারের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন , লেবু ও তার সব ভাইরা সুদের ব্যবসা করে, ,আজ তাদের অনেক টাকা টাকার জোড়ে তারা সত্য কে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে। তাদের নামে কেউ কিছূ বললে মিথ্যা মামলা জড়িয়ে দেয়।
এ বিষয়ে অভিযুক্ত আশরাফুল ইসলাম লেবু কে একাধিক বার মুঠোফনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি ।
এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এটিএম গোলাম রসূল জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’