প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় লালমনিরহাটের কালীগঞ্জে দৃষ্টিনন্দন ঘর ও জমির মালিকনা বুঝে পেলেন ১৫৭ টি ভূমিহীন পরিবার ।
বুধবার (৯ আগস্ট ) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের এ উপহার প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ভিডিও করফারেন্সে ঘর হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কাকিনা ইউপি চেয়ারম্যান তাহির তাহু, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ ও ইউপি সদস্যগণসহ উপকারভোগী ভূমিহীন ও গৃহহীনরা।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম এসব ঘরের চাবি ও কবুলিয়ত দলিল সুবিধাভোগীদের হাতে তুলে দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদে জানান, এ উপজেলায় প্রথম পর্যায়ে ১৫০ টি,দ্বিতীয় পর্যায়ে ২৫০টি, তৃতীয় পর্যায়ে ২২৫টি চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে ১৬৮ টি চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ১৫৭ টি গৃহহীনসহ মোট ৯৫০ টি পরিবার পেলেন প্রধানমন্ত্রীর দেয়া দৃষ্টিনন্দন উপহারের ঘর।
উপজেলার সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার এসব উপহারের ঘর পেয়ে আল্লাহর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।