প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১০:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২২, ৭:৩৮ অপরাহ্ণ
কালীগঞ্জে ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপন
“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যের আলোকে লালমনিরহাটের কালীগঞ্জে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসন,সমবায় বিভাগ ও সমবায়ী বৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার আলমগীর জামানের সঞ্চালনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনফারেন্স এর মাধ্যমে কথা বলছেন জনাব নুরুজ্জামান আহম্মেদ সমাজকল্যাণমন্ত্রী। উপজেলা ভূমি কর্মকর্তা, প্রেসক্লাব সভাপতি সমবায়ী ও বিশিষ্ট ব্যবসায়ী প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলায় অবস্থিত সমবায় সমিতির মালিকদের ক্রেষ্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Copyright © 2025 দৈনিক হ্যালো বাংলাদেশ. All rights reserved.